পোস্টগুলি

অক্টোবর, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ক্যান্সার থেকে দূরে থাকার ঘরোয়া উপায়

ছবি
 ক্যান্সার থেকে বাঁচতে হলে করনীয়       ক্যান্সার এর সাধারন লক্ষনসমূহ ঃ  খুব ক্লান্ত মনে হওয়া ক্ষুধা কমে যাওয়া শরীরের যে কোনজায়গায় চাকা বা দলা সৃষ্টি হওয়া দীর্ঘস্থায়ী কাশি হওয়া বা গলা ভাঙ্গা মল এর মধ্যে পরিবর্তন আসা (ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য কিংবা মলের সাথে রক্ত যাওয়া) জ্বর, রাতে ঠান্ডা লাগা বা ঘেমে যাওয়া অস্বাভাবিকভাবে ওজন কমে যাওয়া অস্বাভাবিক রক্তপাত হওয়া ত্বকের পরিবর্তন দেখা যাওয়া ইত্যাদি ।। ক্যান্সার আদৌ কোনো রোগ নয় । ডাক্তার বিকাশ গুপ্ত   বলেছেন , কেহই ক্যান্সারে মারা যাবে না যদি সে নিম্নলিখিত কতিপয় সহজ পদক্ষেপ নেন । পদক্ষেপগুলো হলো যথাক্রমে ঃ- চিনিদ্রব্য পরিহার ঃ চিনি ক্যান্সার এর কোষগুলো খুব তারাতারি বিস্তার লাভ করতে সাহায্য করে । তাই শরীরে ক্যান্সার ধরা পড়ার সাথে সাথে প্রথমেই আমাদের চিনি এবং চিনিজাত দ্রব্য খাওয়া একেবারেই বন্ধ করে দিতে হবে । চিনি খাওয়া বন্ধ করলে ক্যান্সার এর জিবানু এমনিতেই মরে যাবে । গরম জল ও লেবুর রস ঃ গরম পানি ও লেবুর রস ক্যান্সার কোষ মেরে ফেলতে সক্ষম । প্রায় ৩ মাস গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান ক

কিডনি সুস্থ রাখার ঘরোয়া উপায় সমূহ

ছবি
কিডনি ভালো রাখার কিছু ঘরোয়া ও সহজ উপায় প্রতিদিন তেল,ঝাল,মসলা সব খাচ্ছেন ।হাত ধুচ্ছেন,মুখ ধুচ্ছেন ।কিন্তু রোজ কিডনি পরিষ্কার করছেন তো ? দূষিত পদার্থ জমে জমে কিডনির বারোটা বেজে যাচ্ছে । দিনে দিনে আপনার কিডনি ড্যামেজ হওয়ার দিকে এগোচ্ছে । বুঝতে পারছেন আপনি ? বছরের পর বছর দিনের পর দিন আমাদের কিডনি ঠিক একইভাবে ছাকনির কাজ করে যাচ্ছে । এছাড়াও কিডনি নুন, বিষ এবং অবাঞ্ছিত পদার্থ আমাদের শরীরে ঢুকতে বাধা দেয় । কিন্তু কিডনি অকেজো হয়ে গেলে আমাদের শরীরের ক্ষতিকর বর্জ্য রক্তে জমা হয় । তখন বেঁচে থাকাটাই মুশকিল হয়ে দাঁড়ায় ।  কিডনির পাথরের যন্ত্রণা বা ব্যাথা নির্ভর করে আমাদের রোজকার খাদ্যভ্যাস এর উপর । যেমন ঃ মাংস , তৈল জাতীয় খাবার এবং অতি শক্তিশালী খাবার ইত্যাদি । আপনি চাইলেই আবার রাতারাতি এসব খাবার বদলে ফেলতে পারবেন না । আপনার উচিত এসব খাবারের পাশাপাশি ঔষধ চালিয়ে যাওয়া । কিন্তু ঔষধেও তো আপনার কিডনির সমস্যা আরো বাড়িয়ে দিতে পারে ।  তাই আমরা আজ আপনাদের সাথে আলোচনা করবো কিডনি সমস্যা থেকে রক্ষা পাওয়ার কিছু ঘরোয়া টিপস নিয়ে । যেগুলো আপনি চাইলেই সহজে অনুসরন করতে পারবেন ।  চলুন তাহলে শুরু

ঘরোয়া পদ্ধতিতে দাঁতের ব্যাথা নিরাময়

ছবি
দাঁতে ব্যাথা নিরাময়ে কার্যকরী ঘরোয়া সমাধান ****  দাঁতের  ব্যাথা ।। মানব শরীরের একটি সুপরিচিত রোগ । দাঁতের ব্যাথা অনেকের কাছে সামান্য মনে হলেও এটি কিন্তু মারাত্মক বেদনাদায়ক রোগ । দাঁতে ব্যাথা হলে অনেক সময় অসহ্য যন্ত্রনা হয় । দাঁতের ব্যাথার সাথে চোখ , কান , মাথা সম্পর্কযুক্ত ।  দাঁতে ব্যাথার সাধারনত কয়েকটি কারন হলো মাড়ির সমস্যা , ক্যাভিটি , ভাঙ্গা দাত , ইনফেকশন , দাঁতের গোড়া বেরিয়ে যাওয়া ইত্যাদি ।। দাঁতে ব্যাথার জন্য বিভিন্ন চিকিৎসা পদ্ধতি রয়েছে । কিন্তু অনেক সময় এমন যন্ত্রনা শুরু হয় যে চিকিৎসকের কাছে যাওয়ার সময় থাকে না ।। তাই আজ আমরা দাঁতে ব্যাথার ঘরোয়া সমাধান সম্পর্কে আলোচনা করবো।। -------দাঁতের ব্যাথা নিরাময়ে ঘরোয়া পদ্ধতি------- ১) পেয়ারা পাতা ঃ                            পেয়ারা এবং পেয়ারা পাতা উভয়েই ভিটামিন সি থাকে যা দাঁতের জন্য খুবই উপকারী । তাই দাঁতে ব্যাথা হলে পেয়ারা পাতা চিবাতে পারেন অথবা এর রস বের করে লাগাতে পারেন । পেয়ারা পাতা পানিতে ফুটিয়ে সেই পানির সাথে সামান্য লবন মিশিয়ে মাউথওয়াশ হিসেবে ব্যাবহার করতে পারেন । ২) লবন ও গোলমরিচ ঃ