চুল পড়া বন্ধ করুন মাত্র ৭ দিনেই

চুল পড়া বন্ধের ঘরোয়া উপায়




মানবদেহে চুল এমন একটি অঙ্গ যেটা তার সৌন্দর্যের অংশ হোক সেটা পুরুষের বা নারীর । চুলকে নারীর শোভা বলা হয় । যাই হোক নারী পুরুষ উভয়ের জন্যই চুল গুরুত্বপূর্ণ । ইদানিং আমরা প্রায় প্রত্যেকেই চুলের সমস্যায় ভুগি । আমরা বাজারে প্রতিদিন চুল পড়া নিয়ে অনেক পন্যের বিজ্ঞাপন দেখি যার প্রায় অধিকাংশই ভূয়া । তাই আজকে আমি আপনাদের সাথে কিছু ঘরোয়া পদ্ধতি শেয়ার করবো যার দ্বারা অল্প কিছুদিনেই আপনি চুলের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন । তো প্রথমেই আমরা জানবো চুল পড়ার কারন সম্পর্কে ।

চুল পড়ার কারনঃ

* মানবদেহে প্রায় ৯৫ ভাগ চুল পড়ার কারন হলো বংশগত বা জিনগত কারন । 

* চুলে অতিরিক্ত রঙ করা বা শ্যাম্পু করা চুল পরে যাওয়ার কারন ।

* কোনো কারনে মহিলাদের মাসিক বন্ধ হয়ে গেলে চুল পড়ে ।

* চুল পড়ার আর একটি বিশেষ কারন হলো খুশকি ।

* চুলের যত্ন ঠিকভাবে না নিতে পারলে তা তো পরবেই ।

* ভিটামিন ই এর অভাবজনিত কারনে মাথার চুল পড়ে যায় ।

* প্রয়োজনমতো না ঘুমালেও চুল পড়ে যায় ।

* ক্যান্সার রোগীকে কেমথেরাপি দিলে চুল পড়ে যায় ।

*****এছাড়াও আরো বিভিন্ন রকম কারনে চুল পড়ে যায় ।

চুল পড়া কিভাবে প্রতিরোধ করা যায়ঃ

আমরা যদি কিছু নিয়ম কানুন মেনে চলি তাহলে অনেক ক্ষেত্রেই চুল পড়া রোধ করা সম্ভব । 

** প্রথমতো ভেজা চুলের গোড়া নরম থাকে । তাই ভেজা চুল আচড়ানো,বাধা বা বেশি টানাটানি করা যাবে না ।

** রাতে প্রয়োজনমতো ঘুমাতে হবে ।

** প্রতিদিনের খাবারে পর্যাপ্ত পরিমানে ভিটামিন থাকতে হবে ।

** প্রতিবার সেলুনে চুল কাটালে স্যাম্পু করতে হবে ।

** ২ দিন পর পর মাথায় স্যাম্পু করবেন ।

** চুলের গোড়ায় পানি জমিয়ে রাখবেন না ।

** ভালোভাবে না জেনে চুলে কোনো প্রকার প্রসাধনি ব্যাবহার করবেন না ।

** প্রচুর পরিমানে পানি পান করতে হবে ।


এবার আসি চুল পড়া বন্ধে কার্যকরী কিছু ঘরোয়া টোটকা নিয়েঃ

১) আমলকিঃ চুল পড়ার অন্যতম একটি কারন হলো ভিটামিন সি এর অভাব । আর আমরা সবাই জানি আমলকিতে প্রচুর পরিমানে ভিটামিন সি পাওয়া যায় । আমলকির তেল বা আমলকির রস নারিকেল তেলের সাথে মিশিয়ে চুলের গোড়ায় লাগালে খুশকি দূর হয় এবং চুল পড়া কমে যায় ।

২) পেয়াজের রসঃ পেয়াজে অধিক মাত্রায় সালফার থাকায় পেয়াজের রস চুল পড়া রোধ এবং নতুন চুল গজাতে কার্যকরী ভূমিকা পালন করে । একটানা ৭ দিন পিয়াজের রস ব্যাবহার করলে এর কার্যকারিতা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন ।
প্রতিদিন পেয়াজের রস তুলার সাহায্যে চুলের গোড়ায় লাগাতে হবে । ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন ।

৩) নিমপাতাঃ সর্বরোগের মহাঔষধ বলা হয় নিমপাতাকে ।গরম পানিতে দিয়ে নিমপাতার পেস্ট করে চুলে ব্যাবহার করে ৩০ মিনিট পরে ধুয়ে ফেলুন । মাত্র ২ সপ্তাহেই ফলাফল পাবেন ।

৪) সবুজ চাঃ সবুজ চায়ে রয়েছে এন্টি-অক্সিডেন্ট । হালকা গরম পানিতে সবুজ চা মিশিয়ে মাথায় লাগান ।

৫) ডিমের সাদা অংশঃ ডিমের সাদা অংশে প্রোটিন থাকে । ডিমের সাদা অংশ দিয়ে মাস্ক তৈরি করে মাথায় ম্যাসাজ করুন । ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন ।

৬) মেথিঃ প্রতিদিন রাতে এক কাপ মেথি ভিজিয়ে রাখুন । পরেরদিন সকালে সেটি বেটে সারা মাথায় লাগান । ৪০ মিনিট পরে ধুয়ে ফেলুন ।

এছাড়াও আরও অনেক পদ্ধতি আছে । তবে উপরোক্ত পদ্ধতিগুলো অনেক কার্যকরী । আশা করছি উপকৃত হবেন ।।


বিঃদ্রঃ ব্লগটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন । কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন । ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ।।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নাকের পলিপাস দূর করার সহজ উপায়

মাথা ব্যাথার দ্রুত সমাধান

ক্যান্সার থেকে দূরে থাকার ঘরোয়া উপায়