অর্শ বা পাইলস এর ঘরোয়া সমাধান



মানবদেহের জটিল, অস্বস্তিকর এবং তীব্র বেদনাদায়ক একটি রোগের নাম হলো অর্শ বা পাইলস । এই রোগটি মানুষের পায়ুপথের একটি জটিল সমস্যা । এটি মানুষের পায়ুপথের ভেতরে বা বাইরে অথবা চারপাশে এক বা একাধিক গুটিকা আকারে দেখা দেয় ।। 
আঞ্চলিক ভাষায় একে গেজ বলা হয়। এটি পায়খানা করার সময় অনেক জ্বালা যন্ত্রণা এবং পীড়া দেয় ।। এটি ২ ধরনের হয়ে থাকে । এক ধরনের পাইলস এ মলদ্বার থেকে সামান্য বা বেশি পরিমানে রক্তপাত হয় এবং অন্যটিতে কোনো রক্তপাত হয় না ।।

আজকে আমরা এই রোগের কারন , লক্ষন এবং সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।।

পাইলস এর কারন ঃ পাইলস এর বিভিন্ন কারন এর মধ্যে রয়েছে কোষ্ঠকাঠিন্যের সমস্যা , মলদ্বারে ক্যান্সার , দীর্ঘমেয়াদী কাশি , নিয়মিত দারিয়ে থাকা , প্রসাবে বাধা , মলত্যাগের সময় অতিরিক্ত চাপ প্রয়োগ করা , অতিরিক্ত ওজন ইত্যাদি ।। চিকিৎসা না করালে পরবর্তীতে জটিল সমস্যা দাড়ায় ।।

পাইলস এর লক্ষন ঃ পাইলস এর বিভিন্ন লক্ষন রয়েছে । প্রথমেই রয়েছে মলদ্বারে ব্যাথা । ব্যাথাহীন রক্তপাত , মলদ্বারের বাইরের দিকে মাছের ঠোট এর মতো বেরিয়ে আসা । মলদ্বারে অসম্ভব চুলকানি ও জালাপোড়া  ইত্যাদি ।। 
এছাড়া...............

* কোষ্ঠবদ্ধতা ও কোমর ধরা ।

* পায়খানা করার সময় রক্তক্ষরণ ।

* মাথা ধরা ও মাথা ভার ।

* টাটানি ও যন্ত্রনা ।

* উরু,বুক ও নাভির চারপাশে ব্যাথা । 

* কাটাবিদ্ধ অনুভুতি ।

* মলদ্বারে জ্বালাপোড়া ও চুলকানি ।


পাইলস এ আক্রান্তদের করনীয় ঃ 

১) সহজে হজমযোগ্য খাবার খাবেন ।

২) কোষ্ঠকাঠিন্য হতে দিবেন না ।

৩) চিকিতসকের পরামর্শমতো বিশ্রাম নিবেন ।

৪) হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা করাবেন না ।

৫) নিয়মিত ঘুমাবেন ।

৬) পরিমানমতো পানি পান করবেন ।

পাইলস এর ঘরোয়া চিকিৎসা ঃ পাইলসের চিকিৎসায় খাবার ঔষধ থেকে অস্ত্রপচার পর্যন্ত করা হয় ।। তবে কিছু খাবার ও টোটকা আছে যা অত্যন্ত কার্যকরী ।।

ডাল ঃ মসুর ডাল , খেসারি ডাল ও তিসি ডাল । এই তিন ধরনের ডাল পাইলস নিরাময়ে খুবই কার্যকরী।

হলুদ ঃ কাঁচা হলুদ জলে ফুটিয়ে সেই জল নিয়মিত খেলে উপকার পাওয়া যায় ।

কলা ঃ পাইলস নিরাময়ে কলা বিশেষ ভূমিকা পালন করে । কলা বিনা কষ্টে মলত্যাগ করতে সাহায্য করে । ফলে মলদ্বারে চাপ কম পরে ।

কাঁচা পেঁয়াজ ঃ কাঁচা পেঁয়াজ পাইলসের রক্তক্ষরণ এবং ব্যাথাকে প্রশমিত করে ।

বেদানা ঃ বেদনার দানা জলে ফুটিয়ে সেই জল দিনে দুবার খেলে উপকার পাওয়া যায় ।

ডুমুর ঃ শুকনো ডুমুর রাতে জলে ভিজিয়ে রাখুন । পরেরদিন সকালে অর্ধেক ও রাতে অর্ধেক জল খেয়ে নিন । 

র‍্যাডিশ জুশ ঃ র‍্যাডিশ এক প্রকার সবজি । পাইলসের সমস্যায় এই জুস অত্যন্ত কার্যকরী ।।

(( পাইলস এর চিকিৎসা খুব দীর্ঘমেয়াদী । তাই গ্যারান্টির চিকিৎসায় না ভুলে নিয়ম মেনে চিকিৎসা করুন ))

লেখাটি দ্বারা উপকৃত হলে এবং ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নাকের পলিপাস দূর করার সহজ উপায়

মাথা ব্যাথার দ্রুত সমাধান

ক্যান্সার থেকে দূরে থাকার ঘরোয়া উপায়