ঘরোয়া পদ্ধতিতে ব্রনের চিকিৎসা

ব্রনের চিকিৎসায় ঘরোয়া পদ্ধতি





আজকে আমরা মানব দেহের একটি অতি বিরক্তিকর সমস্যা নিয়ে আলোচনা করব ।
আপনারা শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন । যাই হোক আমরা মূল আলোচনায় চলে আসি ।ব্রন মানবদেহের একটি বিরক্তিকর রোগ । বিশেষ করে কিশোর-কিশোরীগন এবং যুবক-যুবতীগন ব্রন নিয়ে চরম সমস্যায় পরে যায় ।অনেকেই ব্রন থেকে মুক্তি পাওয়ার কোনো উপযুক্ত সমাধান খুজে পায় না ।আজকে আমরা ব্রনের কারন ,সমাধান এবং ঔষধ নিয়ে বিস্তারিত আলোচনা করবো ।


ব্রনের কারনঃ ব্রনের বিভিন্ন কারন রয়েছে ।চিকিৎসা করতে হলে আমাদের প্রথমে ব্রনের কারন খুজে বের করতে হবে ।

* প্রথমত হরমোন এর পরিবর্তনের কারনে ব্রন হয় ।

* আমাদের ত্বকে ধুলা ময়লা জমে থাকার কারনে ব্রন হতে পারে ।

* কারো কারো ক্ষেত্রে বংশগত কারনেও ব্রন হয়ে থাকে ।

* কোষ্ঠকাঠিন্যের কারনে ব্রন হয় ।

* অতিরিক্ত রাত জাগলে ব্রন হয় । 


যেসব নিয়ম মেনে চললে ব্রন এর হাত থেকে মুক্তি পাওয়া যায়ঃ ব্রন থেকে বাঁচতে হলে প্রথমেই আমাদের কিছু ঘরোয়া উপায় মেনে চলতে হবে ।
বাইরে থেকে এসে পরিষ্কার পানি দিয়ে মুখমন্ডল ধুয়ে নিতে হবে ।বার বার মুখ ধোয়ার অভ্যাস করতে হবে ।ব্রন যুক্ত  ত্বকে কখোনোই সাবান ব্যাবহার করা যাবে না।এ ক্ষেত্রে ফেসওয়াশ ব্যাবহার করতে পারেন ।নখ দিয়ে ব্রন খোচাবেন না । এবারে আসি ঘরোয়া উপায়ে কিভাবে ব্রন থেকে মুক্তি পাওয়া যায় ।

ঘরোয়া উপায়ে কিভাবে ব্রন থেকে মুক্তি পাওয়া যায়ঃ
১) ব্রন দূর করতে রসুন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।ব্রনের উপরে রসুনের রস লাগালে ভালো ফল পাওয়া যায় ।

২) তুলসি পাতার রস একটি আয়ুর্বেদিক গুনসম্পন্ন ।তুলসি পাতার রস ব্রনে লাগিয়ে শুকিয়ে নিন। পরে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ।

৩) যেহেতু ব্রন মুখে তৈলাক্ত ভাব আনে । তাই মুখের তৈলাক্ত ভাব দূর করতে শশার রস দারুন কাজ করে । তাই আপনি চাইলে পানির পরিবর্তে শশার রস দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন । 

৪) ডিমের সাদা অংশের সাথে লেবুর রস যুক্ত করে ব্রনে লাগিয়ে নিলে মুখের খসখসে ভাব দূর হয় ।

৫) ব্রনের ব্যাথা ও চুলকানি দূর করতে গোলাপজলের সাথে দারুচিনির গুড়া মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে পারেন ।এই পেস্ট লাগিয়ে আবার ২০ মিনিট পরে ধুয়ে ফেলতে পারেন ।

৬) অবশ্যই বেশি বেশি পানি পান করবেন এবং রাত জাগা থেকে বিরত থাকবেন ।


ঔষধঃ
ব্রনের জন্য আপনি ( Cleanface Gel ) ক্রিম অথবা ( Fona Plus Gel ) ক্তিমটি ব্যাবহার করতে পারেন ।
সাথে Hamdard এর ( Safi ) সিরাপ খেতে পারেন ।আশাকরি ভালো ফলাফল পাবেন ।


*** আমার লেখাটি ধৈর্য ধরে পরার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ।
       লেখাটি ভালো লাগলে শেয়ার করুন এবং যে কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্ট করুন । 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নাকের পলিপাস দূর করার সহজ উপায়

মাথা ব্যাথার দ্রুত সমাধান

ক্যান্সার থেকে দূরে থাকার ঘরোয়া উপায়