চুল পড়া বন্ধ করুন মাত্র ৭ দিনেই
চুল পড়া বন্ধের ঘরোয়া উপায় মানবদেহে চুল এমন একটি অঙ্গ যেটা তার সৌন্দর্যের অংশ হোক সেটা পুরুষের বা নারীর । চুলকে নারীর শোভা বলা হয় । যাই হোক নারী পুরুষ উভয়ের জন্যই চুল গুরুত্বপূর্ণ । ইদানিং আমরা প্রায় প্রত্যেকেই চুলের সমস্যায় ভুগি । আমরা বাজারে প্রতিদিন চুল পড়া নিয়ে অনেক পন্যের বিজ্ঞাপন দেখি যার প্রায় অধিকাংশই ভূয়া । তাই আজকে আমি আপনাদের সাথে কিছু ঘরোয়া পদ্ধতি শেয়ার করবো যার দ্বারা অল্প কিছুদিনেই আপনি চুলের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন । তো প্রথমেই আমরা জানবো চুল পড়ার কারন সম্পর্কে । চুল পড়ার কারনঃ * মানবদেহে প্রায় ৯৫ ভাগ চুল পড়ার কারন হলো বংশগত বা জিনগত কারন । * চুলে অতিরিক্ত রঙ করা বা শ্যাম্পু করা চুল পরে যাওয়ার কারন । * কোনো কারনে মহিলাদের মাসিক বন্ধ হয়ে গেলে চুল পড়ে । * চুল পড়ার আর একটি বিশেষ কারন হলো খুশকি । * চুলের যত্ন ঠিকভাবে না নিতে পারলে তা তো পরবেই । * ভিটামিন ই এর অভাবজনিত কারনে মাথার চুল পড়ে যায় । * প্রয়োজনমতো না ঘুমালেও চুল পড়ে যায় । * ক্যান্সার রোগীকে কেমথেরাপি দিলে চুল পড়ে যায় । *****এছাড়াও আরো বিভিন্ন রকম কারনে চু...

helpful post
উত্তরমুছুন